পাকিস্তানের বিপক্ষে ভারত অনায়াসে জিতবে, ভবিষ্যদ্বাণী হরভজনের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই দলের রাজনৈতিক বৈরীতা এ উত্তেজনাকে বাড়িয়ে দেয় কয়েকগুন। তাছাড়া আইসিসির বড় কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের দেখাও হয়না কোনো দ্বিপাক্ষিক সিরিজে। তাই স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচ নিয়ে বাড়তি উদ্দীপনা কাজ করে ক্রিকেট সমর্থকদের মাঝে।

আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রাজনৈতিক বৈরতায় আবারও আলোচনায় দুই দল। তবে সে উত্তেজনায় জল ঢেলে দিলেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। ভারত-পাকিস্তান ম্যাচকে ওভারহাইপড বললেন এ ক্রিকেটার।

বিজ্ঞাপন

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ টেনে হরভজন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘এবারের ভারত-পাকিস্তান ম্যাচ ওভারহাইপড। কারণ, এই ম্যাচে লড়াইয়ের কিছুই নেই। ভারত খুবই শক্তিশালী। আর পাকিস্তানের দলটি ধারাবাহিক নয়। আর আপনারা যদি ভারতের ব্যাটসম্যান ও বোলারদের সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান-বোলারদের পরিসংখ্যানের পার্থক্য দেখেন, তাহলেই পরিষ্কার ছবি পেয়ে যাবেন। ২৩ ফেব্রুয়ারির ওভারহাইপড ম্যাচটি আমার তো মনে হয় একতরফা হবে।’

অবশ্য পাকিস্তানের শক্তির জায়গা টাও মনে করিয়ে দিয়ে হরভজন বলেন, ‘পাকিস্তানের শক্তি বলতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। এদের দুজনকে বাদ দিলে পাকিস্তান দুর্বল দল। এ দুজন বাদে অন্য কেউ হাল ধরার মতো নেই। তাদের বোলাররাও ছন্দে নেই।’

বিজ্ঞাপন

নিজের যুক্তিতে জোর দিতে ভারতের শক্তিমত্তার কথাও মনে করিয়ে দেন হরভজন। তিনি বলেন, ‘ভারত খুবই শক্তিশালী। রোহিত কিছুদিন আগে রানে ফিরেছে, শুবমান গিলও রানে আছে। অক্ষর প্যাটেল ছন্দে আছে, বিরাট কোহলিও কিছুদিন আগে একটা ফিফটি করল; যদিও আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, সেই ছন্দে নেই। আমার বিশ্বাস, কোহলি ভালো করবে, কারণ বড় টুর্নামেন্টে সে সব সময়ই জ্বলে ওঠে।’

অবশ্য পরিসংখ্যানও কথা বলছে হরভজনের পক্ষেই। শেষ ৬ ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে একটিও জিততে পারেনি পাকিস্তান।