বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। দেশে ফিরতে না পারায় আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে। অনেকেই বলছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আর ফেরা হবে না জাতীয় দলে। সামনের দিনগুলোতে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে হয়তো দেখা যাবে শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে।

কিন্তু এখানেও ঘটল বিপত্তি। কিছুদিন আগে কাউন্টিতে খেলতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে সাকিবের। প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়ে। এ কারণেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হলো তাকে। সোমবার এই পরীক্ষা দিলেন সাকিব।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর দেখা দেখা যায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সারের হয়ে একটি ম্যাচ খেলেন। সমারসেটের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা ওঠে।

এ কারণেই ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সোমবার পরীক্ষা দিলেন সাকিব। সেখানকার বিশেষজ্ঞদের সামনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষায় মোট চার ওভার বোলিং করে তিনি। তাতেই আশাবাদী এই কিংবদন্তি। আশা করছেন বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না। প্রথম ৩ ওভার একটু জোরের ওপর বোলিং করেন। শেষ ওভারে গতি কমিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

প্রায় ২০ বছর ধরে পেশাদার ক্রিকেটে খেলে যাওয়া সাকিব ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে এমন অভিযোগের মুখে পড়েন। সেই সন্দেহটা এবার দূর করতেই পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।

শিগগিরই বোলিং অ্যাকশনের এই পরীক্ষার ফল জানা যাবে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে সাকিবের। এই স্পিনার এখন অব্দি ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে শিকার করেছেন ৭১২ উইকেট!