আ. লীগ দেশের জন্য যুদ্ধ করেনি: নিতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭১-এ পালিয়েছিল শেখ মুজিব, ২৪-এ পালিয়েছে হাসিনা। আওয়ামী লীগ এদেশের জন্য যুদ্ধই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নিতাই রায় চৌধুরী বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর যাবত লড়াই করেছি, সংগ্রাম করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। এই লড়াই করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাই গুম হয়েছে, মিথ্যা মামলায় জেল খেটেছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই। এই দেশের ওপর জগদ্দল পাথরের মতো, হিমালয়ের মতো যে ভয়ংকর ফ্যাসিবাদী শক্তি চেপে বসেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু ঠিকই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। গত ১৬ বছর তারা এই গণযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। হাসিনা বিদেশি প্রভুদের খুশি করতে, তাদের তাবেদারী করতে, তাদের পুতুল হিসেবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল। সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের কথা বলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বিএনপি জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চাই। আমরা সরকারকে বোঝাতে চাই আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই আপনারা সফল হন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করবো। কিন্তু একটি কথা, পার্লামেন্ট ছাড়া আপনারা কোন সংস্কার করলে কার্যকর করতে পারবেন না। তাই স্থানীয় নির্বাচনের আগে যতদ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দিন। এজন্য প্রয়োজনে বিএনপির সাথে বসুন। সব রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করুন।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। যদিও সেই ষড়যন্ত্র কার্যকর হবে না। তাই আগে জাতীয় নির্বাচন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।