পল্টনে আব্দুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা নামাজ পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর বিকাল ৫টা ১৫মিনিটে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর আগে, দুপুর আড়াইটায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন মাঠে।

বিজ্ঞাপন

জানাজা নামাজের আগে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে তিনি (আবদুল্লাহ আল নোমান) উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, ছাত্র জীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন। এই নেতা আমাদের কাছ থেকে চলে যাবার জন্য অপূরণীয় ক্ষতি হলো। যারা দেশপ্রেমিক, গণতান্ত্রিক মানুষ তারা নিশ্চয় তার অভাববোধ করবেন। আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যেনো বেহেশত নসিব করেন।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বিজ্ঞাপন

মৃত‍্যুকালে তিনি তার সহধর্মিণী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।