দেশের পরিস্থিতি বড় নাজুক, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে: দুদু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আইন শৃঙ্খলার দিক থেকে কয়েকদিনে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের পরিস্থিতি বড় নাজুক আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ছয় থেকে সাত মাসে বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকার ছাত্রদের কাজ না পাওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর দর্শনা বাছিরননেছা স্কুল এন্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় এখনও আমরা সরকারের পদত্যাগ দাবি করিনি। দেশের পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না। উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির কর্মীরা ১৭ বছর শহীদ হয়েছে। তারা জেল খেটেছে, নিগৃহীত হয়েছে, নিমর্মতার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব এই ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করার পদক্ষেপ সরকার নেবে বলে প্রত্যাশা করেছেন।

দেশের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এখন ঘরে এসে মানুষকে কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। বাসে মেয়েরা লাঞ্ছিত, নিগৃহীত, ধর্ষনের শিকার হচ্ছে। ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন প্রতিবাদ জানায়, সুরাহা চায় তখন মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এতে আমরা বুঝতে পারি, দেশের অবস্থা কতটা ভয়াবহ।

বিজ্ঞাপন

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করে তিনি বলেন, আমরা আজ দেখছি বিমান বাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতিকারীরা আক্রমণ করছে। এর চেয়ে বড় পরিতাপের বিষয় দেশে আর দ্বিতীয়টি নেই। আমরা চাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত হোক।