করোনা উপসর্গ নিয়ে বিরামপুরে এক বৃদ্ধের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হাকিমপুর, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা উপসর্গ নিয়ে বিরামপুরে এক বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বিরামপুরে এক বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দেলোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছেন। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কসবাসাগরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি ওই গ্রামের দসিমুদ্দিনের ছেলে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কমকে জানান, ‘গায়ে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিন আগে চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। ওই দিন সে চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। আজ শুক্রবার বিকেলে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল।

বিজ্ঞাপন

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বার্তা২৪.কমকে বলেন, ‘শুক্রবার রাতে ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিভাগের নিয়ম আনুযায়ী মৃত ব্যক্তির জানাজা করা হয়েছে।