করোনা উপসর্গ নিয়ে ভোলায় শিক্ষা কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা উপসর্গ নিয়ে ভোলায় শিক্ষা কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ভোলায় শিক্ষা কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ভোলার জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান ও দৌলতখান‌ের জুয়েলারি ব্যবসায়ী সুভাষ চন্দ্র মাঝির মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মঙ্গলবার (১৬ই জুন) সকালে ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

তিনি গত দুদিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার মৃতদেহ সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পাশাপাশি নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদিকে, ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান, গতকাল সোমবার (১৫জুন) দৌলতখান উপজেলার উত্তর জয়নাগর ইউনিয়নে জুয়েলারি ব্যবসায়ী সুভাষ চন্দ্র মাঝি করোনা উপসর্গ নিয়ে মারা যান।

বিজ্ঞাপন

তিনি গত ৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরবর্তীতে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান। তাকে সরকারি নিয়ম অনুযায়ী সৎকার করা হলেও নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ।