রংপুরে বিচারকসহ নতুন আক্রান্ত ৩১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক বিচারকসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীর একজন পুলিশ কর্মকর্তা (এএসপি) ও সদর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ২০ জন, গাইবান্ধায় ৬ জন, লালমনিরহাটে ৩ জন ও কুড়িগ্রাম জেলার ২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯১ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।