নোয়াখালীতে পুলিশের ৭৫ সদস্য করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

প্রতীকী
নোয়াখালীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের ৭৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোনাইমুড়ী থানার ওসিসহ দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষায় আজ করোনা পজিটিভ আসে।
পুলিশ সুপার আরও জানান, এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট ৭৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিশাল আহমেদ জানান, থানার করোনা আক্রান্ত সদস্যরা বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন। তবে এর আগে একজন পুলিশ সদস্য করোনায় পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
সোনাইমড়ুী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম জানান, গত ১ জুন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয়। বুধবার দুপুরে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।