রংপুরে এক মাসে করোনায় ১৩ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

রংপুর জেলায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দশ জন পুরুষ ও তিন জন নারী। তাদের বয়স পঞ্চাশ থেকে আশির বছরের মধ্যে।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এই ১৩ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসকসহ সাধারণ ব্যবসায়ী ও কৃষক রয়েছেন। এদের মধ্যে বাড়িতে মারা যাওয়া রোগীর সংখ্যা বেশি।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) দুপুরে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান।

তিনি জানান, রংপুর জেলার পীরগঞ্জে গত ১০ মে প্রথম করোনা আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়। এর চারদিন পর একই উপজেলাতে এক বৃদ্ধ ব্যবসায়ী করোনায় মারা যান।

বিজ্ঞাপন

ডা. আমিন আহমেদ খান জানান, গত এক মাসে (১০ মে হতে ১০ জুন পর্যন্ত) জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সব শেষ গত ১০ জুন নগরীর কামাল কাছনায় এক ব্যবসায়ী মারা যান।

মৃত ১৩ জনের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ৯ জন, পীরগঞ্জে ২ এবং মিঠাপুকুর ও পীরগাছার উপজেলায় একজন করে রয়েছেন।

ডা. আমিন আহমেদ খান আরও জানান, করোনা সংক্রমণে মারা যাওয়া বেশির ভাগ রোগী ছিলেন বয়সে বৃদ্ধ। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সাথে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

এদিকে মৃত ১৩ জনের মধ্যে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও দুই পুরুষের মৃত্যু হয়েছে। বাকিদের অনেকে উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় তারা করোনা পজেটিভ শনাক্ত হন।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য (১৪ জুন পর্যন্ত) অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩১১ জন।