আরও কিছু রেড জোন এলাকা চিহ্নিত, থাকবে সাধারণ ছুটি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান করোনা পরিস্থিতিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে আরও কিছু রেড জোন এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব এলাকার মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে সাধারণ ছুটির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আরও কিছু এলাকাকে রেড জোনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পূর্নাঙ্গে লকডাউন বাস্তবায়ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে সেসব এলাকার কেউ বাইরে বের হতে পারবেন না এবং বাইরে থেকে এলাকায় প্রবেশ করতে পারবেন না।

বিজ্ঞাপন

সাধারণ ছুটির বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বার্তা২৪.কমকে জানান, মূলত স্বাস্থ্য মন্ত্রণালয় রেড জোনের আরও কিছু এলাকা চিহ্নিত করেছে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবে। আর সেসব এলাকার বাসিন্দাদের খাদ্যসহ সকল প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থা নেয়া হবে। ধাপে ধাপে লকডাউন করা হবে।

তিনি বলেন, খুলনার একটি অংশ লকডাউন হতে পারে, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি। তবে সেগুলো ধাপে ধাপেই করা হবে। আর সেসব এলাকায় স্থানীয় কমিটিগুলো যেনো সক্রিয় থাকে সেবিষয়েও গুরুত্ব দেয়া হবে। তবে ধাপে ধাপে রেড জোন করার বিষয়টি নতুন কিছু নয়, আগে থেকেই প্রয়োজন অনুযায়ী করা হচ্ছে।

বিজ্ঞাপন