মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগরের সচেতন ছাত্র-যুব জনতার উদ্যোগে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেল নগরীর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, রাজনীতিক ও সংগঠক সাঈদ আল নোমান।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, যুগের পর যুগ চলমান সমস্যাগুলোর সমাধানে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের এসিড নিক্ষেপের মতো জঘন্য অপরাধের দমন সম্ভব হয়েছে। ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এটি রোধ করেছিলেন।
বর্তমানে দেশে ধর্ষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মাত্র ৮ বছরের শিশু আছিয়া নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারী ও শিশু নির্যাতন বন্ধ করতেই হবে। আগামী দিনে ‘নতুন বাংলাদেশে’ এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছিয়ার পরিবারের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। একই সঙ্গে তিনি দমনমূলক আইনের যুগোপযোগী সংশোধন ও সংযোজনের আহ্বান জানান।
মানববন্ধন শেষে সাঈদ আল নোমানের নেতৃত্বে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, সহ-সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সায়মা হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক জিনিয়া, যুগ্ম সম্পাদক শামসুন নাহার, রোকসানা বেগম মাধু, জাহানারা বেগম, তাসলিমা আক্তার, ফাতেমা কাজল, পারভীন আক্তার ফারহানা, হাবিবা সুলতানা, পারভীন চৌধুরী, আয়েশা আক্তার সাঞ্জি প্রমুখ।