দেশে করোনা আক্রান্ত ২২২৬৮ জন, মৃত্যু ৩২৮

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২২৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ৩২৮ জনের প্রাণহানি হলো।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আজ ৪২টি ল্যাবের পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। নতুন যুক্ত ল্যাবটি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত।

বিজ্ঞাপন

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪টি। নমুন পরীক্ষা ও সংগ্রহে এটা একদিনে সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৭৩ জন।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ ব্যক্তির মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী।