লালমনিরহাটে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ২

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

লালমনিরহাটে এক চিকিৎসকসহ নতুন করে দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬ জন ভাইরাসটিতে সংক্রমিত হলেন।

বুধবার (১৪ মে) রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, পাটগ্রাম উপজেলার এক চিকিৎসক ও সদর হাসপাতালের একজন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত এ দুজনকে চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

জেলায় মোট আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলায় ৩ জন, আদিতমারীতে ৯ জন, হাতীবান্ধায় একজন ও পাটগ্রাম উপজেলায় চিকিৎসকসহ তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের দুই জন সুস্থ হয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন।

বিজ্ঞাপন