সিলেটে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদফতর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এ সময় তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বন্দর বাজারের কামরান চত্বরের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.নুরের জামান চৌধুরী আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি।

তারা আরও বলেন, দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা। ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.নুরের জামান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেহেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠাবো। আশা করি তাদের যৌক্তিক দাবি পূরণ হবে।