গাজীপুরে ছুটি বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত/ ছুটি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত/ ছুটি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ইউটা গার্মেন্টসের শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়ে সড়কে অবস্থান করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, ঈদের আগে ও পরে ছুটি বাড়ানোর জন্য একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলেও অন্যান্য কারখানার চেয়ে ছুটি কম দিয়েছে ইউটা গার্মেন্টস। এ নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করতে আসা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ঈদের ছুটির জন্য হোতাপাড়া এলাকায় সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।