বাংলাদেশ থেকে ১০৫ টন আলু গেল নেপালে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে আলুর বাজারের নাজুক পরিস্থিতিতে নেপালে আলু রফতানি আশা জাগাচ্ছে চাষিদের। বুধবার ১০৫ মেট্রিক টন আলু পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেছে।

বুধবার (১৯ মার্চ) দুপুরে স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, রফতানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে। এরপর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ল্যাবে পরীক্ষা করার পর আলুগুলোকে ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

রফতানির বিষয়ে তিনি জানান, আলুগুলো রফতানি করেছে থিংকস টু সাপ্লাই ও ফাস্ট ডেলিভারি নামে একটি রফতানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে থিংকস টু সাপ্লাই ৪২ ও ফাস্ট ডেলিভারি ৬৩ মেট্রিক টন। এছাড়াও বন্দরটি দিয়ে হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠানও স্টারিজ এবং লেডিও রোজেটা জাতের নেপালে আলু রফতানি করছে।

বিজ্ঞাপন

উজ্জল হোসেন আরও জানান, বুধবার দুপুরে ৫টি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু নেপালে গেছে। প্রতি গাড়িতে ছিল ২১ মেট্রিক টন আলু। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে গত কয়েক মাসে ১ হাজার ৫৫৪ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।