আমরা কখনো জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের ভুলে যাবো না। আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কেউ মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জীবন দেননি। তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন দেশের জন্য। দেশকে ফ্যাসিস্টমুক্ত করার জন্য জীবন দিয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারীদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
প্রাইভেট ইউনিভার্সিটি ব্রাদার্স এসোসিয়েশন, লাইটিং আপ লাইভস্ এবং বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে সংবর্ধনা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যেরকে সম্মাননা প্রদান করা হয়।
ইফতার মাহফিলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমরা কখনো জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের ভুলে যাবো না। আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কেউ মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জীবন দেননি। তারা নিজেদেরকে উৎসর্গ করেছেন দেশের জন্য। দেশকে ফ্যাসিস্টমুক্ত করার জন্য জীবন দিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা হত্যার মেশিন তৈরী করেছে। শেখ হাসিনা যে কিলিং মেশিন তৈরী করেছে এবং কিলিংয়ের সাথে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। যারা জীবন দিয়ে আমাদরকে ২য় স্বাধীনতা দিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমরা আবার নিজেদের মেরুদণ্ড ফিরে পেয়েছি। আমরা যেন আমাদের মেরুদণ্ড হারিয়ে না ফেলি সেদিকে খেয়াল রাখতে হবে। এই অর্জনকে আর হারিয়ে যেতে দেয়া যাবে না।
এসময় তিনি আবরার ফাহাদের জন্য দোয়া করেন এবং তার কৃতিত্বকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন।
জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ বলেন, এই নতুন বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ এবং আহতদেরকে যেভাবে সম্মান এবং খেয়াল রাখা দরকার ছিল, সেটা রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে করা হয়নি। এখানে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, এই জুলাইকে সবসময় প্রাসঙ্গিক রাখতে হবে। জুলাইকে বাঁচিয়ে রাখতে হলে আন্দোলনে শহীদ এবং আহতদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে পর্যাপ্ত সম্মান দিতে হবে।
ইফতার মাহফিলে এসময় বুয়েটের ছাত্র আবরার ফাহাদের বাবাসহ জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।