না ফেরার দেশে সাংবাদিক মশিয়ার রহমান খান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাংবাদিকতা জগতের অন্যতম অভিভাবক, প্রবীণ সাংবাদিক মশিয়ার রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৯ মার্চ) ভোরে ঢাকার রামপুরায় পুত্র ডা. ইশতিয়াক খান নির্ঝরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিজ্ঞাপন

মশিয়ার রহমান খান শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী। তিনি গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক গাইবান্ধা ও দৈনিক সন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সাতভাই চম্পা শিশু সংগঠন ও গাইবান্ধা সাহিত্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা সংগঠক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও রেখেছেন অনন্য ভূমিকা। ‘ছন্দের আলপনা’ ছড়া সংকলনের অন্যতম ছড়াকার হিসেবে তিনি পাঠকমহলে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

১৯৭২ সালে বার্তা সংস্থা বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই)-এর গাইবান্ধা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন মশিয়ার রহমান খান। এরপর দৈনিক বাংলার বাণী-তে যোগ দেন। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা সংবাদদাতা হিসেবে কাজ করেন।

তিনি ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় অবদানের জন্য তিনি ২০২১ সালে গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন। এছাড়াও সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বিভিন্ন সময় সম্মাননা পদক অর্জন করেছেন।

১৯৫০ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মশিয়ার রহমান খান। তার পিতা হেমায়েত হোসেন খান ও মাতা মজিদা খানম। তিনি ছয় ভাইয়ের মধ্যে পঞ্চম। মৃত্যুকালে তিনি স্ত্রী তাজিনা আকতার রাকা ও একমাত্র ছেলে ডা. ইশতিয়াক খান নির্ঝর-সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গাইবান্ধার সাংবাদিক মহল, সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠকরা। মশিয়ার রহমান খানের স্মৃতি ও অবদান গাইবান্ধার সাংবাদিকতা ও সাহিত্য জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বুধবার বাদ এশা গাইবান্ধা পৌর কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজ শেষে একই কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।