সীমানা পুনঃনির্ধারণে সংস্কার কমিশনের প্রস্তাবে ইসি’র ‘না’
-
-
|

নির্বাচন কমিশন
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকলেও সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে জটিলতায় রয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত আইন সংশোধন ছাড়া সীমানা পুনঃনির্ধারণ করতে পারছে না নির্বাচন কমিশন। আইন সংশোধনে ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হলেও তা এখনো না হওয়ায় সীমানা পুনঃনির্ধারণ কার্যক্রম এগুচ্ছে না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আইন সংশোধন না হলে আগের বিতর্কিত সীমানা ধরেই নির্বাচন আয়োজনের কথা ভাবছে ইসি।
একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে জানা যাচ্ছে, জাতীয় সংসদের ৫৫টি আসনের সীমানা নিয়ে জটিলতা রয়েছে। এসব আসনের সীমানা পুনঃনির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত ৩৬০টিরও বেশি আবেদন পড়েছে। ইসি’র কর্মকর্তারা জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে জনসাধারণের আবেদনকে প্রাধান্য দেবে ইসি। এক্ষেত্রে আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করা হবে। আইন সংশোধন না হওয়ায় এই কার্যক্রম ঝুলে আছে। তারা বলছে, সীমানা পুনর্বিন্যাস করতে ন্যূনতম ৬ মাস সময় লাগে। ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে দ্রুত আইন সংশোধন হওয়া প্রয়োজন।
অন্যদিকে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে কাজ ইসি’র কাছে না রেখে একটি স্বতন্ত্র কমিশনের অধীনে এই কাজ করার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সরকারের কাছে তারা প্রস্তাব করেছে, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ একটি জটিল ও সময়ক্ষেপণকারী বিষয়, যেখানে বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। নির্বাচন কমিশনের এ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। এজন্য নির্বাচন কমিশনের পরিবর্তে একটি আলাদা সীমানা নির্ধারণ কমিশন গঠনের প্রস্তাব করেছে সংস্কার কমিশন।
তবে এ বিষয়ে আপত্তি জানিয়ে ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর প্রয়োজনীয়তা নাকচ করে ইসি বলছে, সংস্কার কমিশনের সুপারিশে আসন সীমানা পুনঃনির্ধারণের যে ফর্মুলার কথা বলা হয়েছে-সেটি হলে শহরাঞ্চলে আসন বেড়ে যাবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ৫৫টি আসনের সীমানা পুনঃনির্ধারণের জন্য এখন পর্যন্ত ৩৬০টি আবেদন পড়েছে। এসব আবেদন বিবেচনায় নিয়ে আমরা আইন সংশোধনের জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি। সরকার এটি নিয়ে কাজ করছে। আমরা আশা করছি, দ্রুত আইন সংশোধন হয়ে যাবে। আইন সংশোধন করে সীমানা নির্ধারণ সম্ভব না হলে আগের সীমানা ধরেই নির্বাচন আয়োজন করা হতে পারে, জানান ইসি আনোয়ারুল ইসলাম।