সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইকালে আটক ১

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের পাশে প্রকাশ্য দিবালোকে শাহ্ সিমেন্ট কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক মঞ্জুর মিয়া (২১) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিলো ছিনতাইকারী এসে ড্রাইভারকে মারধর করে রক্তাক্ত জখম করে। গাড়িটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পরে ওই ছিনতাইকারী। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে ছিনতাইকারীকে আটক করে।

বিজ্ঞাপন

ট্রাকটির চালক ইয়াসিন আরাফাত হৃদয় জানান, তিনি গাড়িটি বন্ধ করে লেবারের জন্য অপেক্ষা করছিলেন। ফেসবুকে রিলস দেখছিলেন তিনি। হঠাৎ গাড়ি স্টার্টের শব্দ শুনলে আমি ছিনতাইকারীকে আটকাতে গেলে গাড়িতে যে লিভার রডটি ছিলো সেটি দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আমাকে উদ্ধার করে এবং এ সময় পুলিশও চলে আসে।

ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, আমাদের টহল টিম পাশেই ছিলো কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির ড্রাইভারকে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।