বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে ফেরত দেয়া হয়

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে ফেরত দেয়া হয়

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে রাতের অন্ধকারে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের মধ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধরে নিয়ে যাওয়া সেই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।

বিজ্ঞাপন

ফেরত দেয়ার পর ভারতে আটক সেই জেলেকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মো. আলমগীর শেখ (২৭)।

বিজ্ঞাপন

বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাত সোয়া ৮টার দিকে জেলে মো. আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তের ৭০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে আটক করে। পরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান অনুরোধ করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে ফেরত দেয় বিএসএফ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, বিজিবি সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানের মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।