কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই কারখানায় র্যাবের অভিযান
-
-
|

ছবি: সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ এলাকায় ভেজাল খাদ্য উৎপাদনকারী ভুয়া কারখানাগুলোতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে সেমাই ও অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন ও বিক্রির দায়ে তিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তুপ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, র্যাব-২ এর উদ্যোগে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু হাসান কামরাঙ্গীরচরের দুটি সেমাই উৎপাদন কারখানা এবং কেরানীগঞ্জে একটি নুডুলস উৎপাদন কারখানায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা প্রসঙ্গে তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায় কামরাঙ্গীরচরের মিতালি ট্রেডার্স ও নাসির ট্রেডার্সের কারখানায় অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে সেমাই প্রস্তুত করা হচ্ছে। এজন্য মিতালি ট্রেডার্সের মালিক মনিরকে বিশ হাজার টাকা ও নাসির ট্রেডার্সের মালিক আকাশকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও কেরানীগঞ্জের প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানায় অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে অনুমোদনহীনভাবে নুডুলস উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিক মো. আমিনুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খান আসিফ তুপ।