মিরপুরে ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশে যেখানে প্রতি কেজি গরুর মাংস প্রায় ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঠিক সেই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রশাসনের সহায়তায় ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এ মাংস, দুধ ও ডিম বিক্রি করতে দেখা যায়। এছাড়াও সুলভ এ মূল্য কার্যক্রমে ৭ টাকা ৭৫ পয়সা পিস ডিম ও ৭০ টাকা লিটার গরুর দুধ বিক্রয় হচ্ছে।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা সাশ্রয় হওয়াতে লাইন ধরে মাংস কিনতে দেখা গেছে ক্রেতাদের।

এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ এইচ কাফি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। সুযোগ পেলে কার্যক্রম আরও বাড়াতে চাই।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, আমরা সুলভ মূল্যের এই কার্যক্রম কুষ্টিয়ার কয়েক জায়গাতে শুরু করেছি। সুলভ মূল্যের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে।