অনুমোদনহীন সস ও ফ্রিজে বাসি খাবার: দুই রেস্টুরেন্টকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনুমোদনহীন সস ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে সিলেটে পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭মার্চ) বিকেলে সিলেট নগরীর জল্লারপাড়স্থ দুটি রেষ্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

রেষ্টুরেন্টে দুটির মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্টকে অনুমোদন বিহীন সস এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অপরাধে ও পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অপরাধে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে আদায় করা হয় ১ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

অভিযানে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।