বিনা'র মহাপরিচালকের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীরা মহাপরিচালকের অপসারণ দাবি করে শ্লোগান দেয়।

সোমবার (১৭ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনা ভবনে এই বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার ঘটনা ঘটে। এনিয়ে দেশের একমাত্র কৃষি গবেষণার এই প্রতিষ্ঠানটিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৪ আগষ্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির বঞ্চিত আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, বিনার বর্তমান ডিজিকে মদদ দিচ্ছে সাবেক কৃষিমন্ত্রীর একান্ত সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব (গবেষণা) লুৎফর রহমান শামীমের নেতৃত্বে একটি চক্র। মূলত ওই চক্রটি ফ্যাসিষ্ট সরকারের সময়ে সুবিধা পাইয়ে দেওয়ার চুক্তিতে ড. আবুল কালাম আজাদকে ডিজি বানিয়েছেন। বর্তমানেও তারা এই প্রতিষ্ঠানটি নিয়ে ষড়যন্ত্র করছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, শুনেছি ডিজি স্যারের কক্ষে তালা দিয়েছে একদল আন্দোলকারী। তবে কেন বা কী কারণে কারা তালা দিয়েছে তা আমার জানা নেই। এর আগে গতকালও আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেছিল।

এই বিষয়ে ডিজির একান্ত সচিব (পিএস) ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহ আব্দুল্লাহ আল মামুন জানান, স্যার ঢাকায় মিটিংয়ে আছেন, তিনি আজও অফিসে আসেননি। এ সময় ডিজির কক্ষে তালা দেওয়ার সত্যতা স্বীকার করে তিনি আরও বলেন, একদল বিক্ষোভকারি মিছিল নিয়ে এসে স্যারের কক্ষে তালা লাগিয়ে চলে গেছে।