রিমান্ড শেষে কারাগারে মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে চিফ জুডিশসয়াল ম্যাজিট্রেট আব্দুল মতিনের আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত আসামিরা হলেন, আছিয়ার বোনের শাশুড়ি জায়েদা বেগম, বোন জামাই সজীব শেখ ও বোনের ভাসূর রাতুল শেখ। 

এর আগে গত শনিবার মামলার প্রধান আসামি হিটু শেখ ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।