ময়মনসিংহে মধ‍্যরাতে র‍্যাবের অভিযান, আরাকান আর্মির ৪ সন্ত্রাসী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে মধ‍্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মি (আরসা) ৪ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।

রোববার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়স্থ গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের মধ‍্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু সন্তান রয়েছে বলে জানিয়েছে ভবনের অন‍্য বাসিন্দারা।

তারা আরও জানান, ভুয়া পরিচয় ব‍্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল‍্যাটে বসবাস করত।

বিজ্ঞাপন

তবে এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটককৃতদের গাড়ীতে তুলে দ্রুতগতিতে স্থান ত‍্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ‍্যক সদস্য। এ সময় অভিযানিক দলটি বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

তবে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।