নরসিংদীতে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে এক গার্মেন্টস কর্মীকে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের চর উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা নারী এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখান থেকেই মোবাইলে পরিচয় হয় একই উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সাথে।

গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় দেলোয়ার হোসেন রাজু মিয়া ওই নারীকে ফোন করে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সিএনজিযোগে একটি ঘরে নিয়ে শহিদুল্লার ছেলে শাজাহান ও তার বন্ধু নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

ঘটনার একদিন পর রোববার (১৬ মার্চ) সকালে বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করেন বেলাব থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতে প্রেরন করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

অপর অভিযুক্ত শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানসহ তার বাড়িতে গিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একজনকে আটক করেছি। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগটি গতকাল রোববার মামলায় নথিভূক্ত করা হয়েছে।