চট্টগ্রামে ৩০ লাখ টাকার কেবল লুট, নিয়ে গেলো সিসিটিভির রেকর্ডও

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কদমতলীতে ট্রাক নিয়ে এসে দোকানের তালা ভেঙে প্রায় ৩০ লাখ টাকার কেবল ও নগদ টাকা লুট করেছে একদল চোর। যাওয়ার সময় তারা দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিআর সেটও নিয়ে যায়।

মঙ্গলবার (১১ মার্চ) এ ঘটনায় দোকান মালিক দিলদার হোসেন বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, রোববার (১০ মার্চ) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কদমতলীর খালেক ম্যানশনের নিচতলায় অবস্থিত মেসার্স জাকিয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের সামনের ও পাশের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ফোর ও থ্রি কোরসহ বিভিন্ন আকারের ২ হাজার ৫০০ কেজি এবং সিঙ্গেল কোরের ৬০০ কেজি কেবল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৩ হাজার ১০০ কেজি কেবল চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এছাড়া চোরেরা ক্যাশবক্স ভেঙে ৩০ হাজার টাকা, ৩০ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটি এবং ১০ হাজার টাকা দামের সিসিটিভি ভিডিআর নিয়ে গেছে।

বিজ্ঞাপন

দোকানের দায়িত্বে থাকা মনির আহম্মদ সকালে দোকান খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে ফোনে বিষয়টি মালিক দিলদার হোসেনকে জানান। তিনি ঘটনাস্থলে এসে দেখেন, পুরো দোকান তছনছ করা হয়েছে এবং মালামাল লুট হয়ে গেছে।

দিলদার হোসেন বলেন, সিসিটিভির ভিডিআর নিয়ে যাওয়ায় ফুটেজ পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের দোকানের ক্যামেরায় দেখি, ৫-৬ জনের একটি চোরের দল দোকানের তালা ভেঙে মালামাল ট্রাকে তুলে নিয়ে কদমতলী মোড়ের দিকে চলে যায়। বহু জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাইনি।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেছেন দিলদার হোসেন। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমান হোসাইন। তিনি বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা করছি।