নীলফামারীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ১২ মার্চ ) বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলে এলাহী ।

বিজ্ঞাপন

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ডিমলা উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলামকে গ্রামবাসীর সহায়তায় গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম প্রতিবেশী বাক প্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাত প্রাপ্ত হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে আটক করে। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নেয়।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী বলেন, মামলার প্রস্তুতি চলছে।

নীলফামারী সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মোর্শেদ বার্তা২৪.কমকে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি । পুলিশ ইতোমধ্যে ধর্ষণের চেষ্টাকারীকে গ্ৰেফতার করেছে।