গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দুর্ভোগ চরমে
-
-
|

ছবি: বার্তা২৪.কম
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে কারখানার অন্যান্য শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারীরা পরে তারা মহাসড়ক অবরোধ করেন। এতে সকাল থেকেই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ শুরু হয়।
এর আগে, জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নামে এক নারী শ্রমিক মঙ্গলবার রাতে তার অসুস্থ শিশুকে দেখভালের জন্য কারখানা থেকে ছুটি চাইলে ওই কারখানার এপি এম মতিউর রহমান তা মঞ্জুর না করে তার পরিচয়পত্র রেখে বিদায় করেন। বাধ্য হয়ে তামান্না বাড়ি চলে যান।
বুধবার ভোরে কাজে ফেরার পথে সকাল ৫টা ৪০ মিনিটের দিকে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। এই ঘটনায় সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা ঘটনার প্রতিবাদে মহাসড়কে অবস্থান নেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখনো অবরোধ চলমান রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা চলছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি।