শ্যামলীতে নারীর ওপর হামলা করা সেই যুবক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে নারীদের ওপর হামলা করে ফেসবুকে ছড়িয়ে দেয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) মাঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সম্প্রতি রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, আজ সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি সহিংস আচরণ করে। সেসব ঘটনার ভিডিওধারণ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করেন।

গ্রেফতার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।