ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড
-
-
|

ছবি: সংগৃহীত
ফেনী সদর উপজেলার দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৪ জন ব্যক্তিকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লেমুয়া ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদী তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
অভিযানে লেমুয়া ইউনিয়নের ফারুক আহং এর ছেলে মো: খুরশীদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড,আবু তাহেরের ছেলে মনজুর আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, হাফেজ উল্ল্যাহর ছেলে মোহাম্মদ সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নুরুল আলমের ছেলে নূর হোসেন রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, মাটিকাটা ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। রমযান মাসে বাজার মনিটরিংসহ এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।