ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর, আহত ৩
-
-
|

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকারী দলের গাড়িচালক ও হেলপারসহ ৩ জন আহত হন।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের একতা ব্রিকস ইটভাটায় এই ঘটনা ঘটে। অভিযানে একতা ব্রিকসে ৩ লাখ টাকা জরিমান প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের পাশেই গড়ে উঠা একতা ব্রিকস লাইসেন্স বিহীন ভাবে চলছিল। দুপুরে ওই ইটভাটায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাল আদালতের অভিযান পরিচালনার সময় হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে শ্রমিকরা। এসময় গাড়ির চালক ও হেলপার সহ ৩ জন আহত হন। আহতরা হলেন- চালক মো. হযরত আলী (২০), হেলপাড় মাহফুজ (১৮) ও রাফিউল ইসলাম (২০)।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ইটভাটায় অভিযান চালিয়ে একতা ব্রিকসকে ৩ লাখ জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সাভেটর বহনকারী ট্রাকটি ইটভাটার সামনে আসলে শ্রমিকরা অর্তকিতভাবে হামলা চালায়। এ ঘটনায় পরিবেশ অধিদফতর নিয়মিত মামলা দায়ের করবে। এছাড়াও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ের ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ট্রাক চালক মো. হযরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটখলার ভিতরে যায় নাই। গৌরীপুর-কলতাপাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘুরাচ্ছিলাম। সেখানেই ৩০/৪০ জন গিয়ে হামলা করে।
রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। লাঠি-সোটা নিয়ে আমাকে মারধর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না।
একতা ইটভাটার মালিক হাজী আব্দুল মোনায়েম জানান, আমাদেরকে এর আগেও ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাংচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরেও গাড়ির ভাংচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিব।