কুষ্টিয়ায় ৬ কোটি টাকার ভারতীয় মাদক-জুয়েলারি জব্দ
-
-
|

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে ছয় কোটি ২৬ লাখ টাকা মূল্যের আমাদানি নিষিদ্ধ ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করেছে।
বুধবার দুপুরে ভেড়ামারা রেলস্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও জুয়েলারি সামগ্রী জব্দ করেন বিজিবি।
বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে আমদানি নিষিদ্ধ ভারতীয় এলএসডির একটি বড় চালান পাচার হচ্ছে। সংবাদ পেয়ে নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে একটি টহল দল ভেড়ামারা রেলস্টেশনে ট্রেনটিতে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ এমএল এর ১২ বোতল ভারতীয় এলএসডি এবং বিভিন্ন প্রকারের একহাজার ২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত এলএসডি এবং জুয়েলারি সামগ্রীর আনুমানিক সিজার মূল্য প্রায় ছয় কোটি ২৬ লাখ টাকা।
উদ্ধারকৃত এসব মালামাল সামগ্রী বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে থানায় সৌপর্দ করে সাধারণ ডায়েরিসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুবেদার মো. গোলাম ফারুক নিশ্চিত করেছেন।