কালিয়াকৈরে কলোনিতে আগুন, পুড়ল ২০ কক্ষ
-
-
|

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে বস্তির দেড়শো ঘর, দুটি বাস।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।
ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
ছালেহ উদ্দিন বলেন, প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। পরে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস দেরি করে ঘটনাস্থলে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেরি করে আসার কোন কারণ নেই। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা।
বস্তিটি ঝুঁকিপূর্ণ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম অবশেষে গ্রেফতার হয়েছেন।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আকবর শাহ থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, জসিমকে গ্রেফতারে বিষয়ে বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।
একটি সূত্র দাবি করেছে, স্ত্রীর জামিন পেতে তিনি নিজেই পুলিশের কাছে ধরা দিতে বাধ্য হয়েছেন। গত সপ্তাহে আকবর শাহ থানা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে জসিম লুকিয়ে আছেন এমন সংবাদে স্থানীয়রা পুরো বিল্ডিংটি সারা রাত ঘেরাও করে রেখেছিল। তবে, পুলিশ তল্লাশী চালানোর পরও জসিমকে পাওয়া যায়নি।
এদিকে, এক ফ্ল্যাট থেকে জসিমের স্ত্রীকে ডবলমুরিং থানা পুলিশ গ্রেফতার করে। স্ত্রীর গ্রেফতারের পরই জানা যায়, জসিম স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।
উল্লেখ্য, সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পাহাড় কাটার এবং ভূমি দস্যুতার একাধিক মামলা রয়েছে।
ছবি: সংগৃহীত
রংপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।
গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রের ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
ছবি: সংগৃহীত
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
এর আগে বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৮মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।