কালিয়াকৈরে কলোনিতে আগুন, পুড়ল ২০ কক্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। এতে ওই কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকার রফিকুল ইসলাম ও সাইজুদ্দিনের কলোনির একটি কক্ষে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। আগুন দেখে কলোনির লোকজন চিৎকার করে বেড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। 
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার হোসেন রায়হান চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।