রংপুরে দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরে দেশীয় অস্ত্রসহ যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যুবলীগ এই নেতা রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর অভিযানে রংপুর মহানগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মুজিদ আলী।

বিজ্ঞাপন

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, যুবলীগ নেতা সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পথচারী মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত মুন্নার বাবা। সে মামলার আসামি যুবলীগের নেতা সাদ্দাম।