বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সুরুজ গাজী (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নয়ন গাজী নামে আরেকজন আহত হয়েছেন।

রবিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। নিহত সুরুজ গাজী ওই এলাকার কাঞ্চন গাজীর ছেলে, আর আহত নয়ন গাজী তসলিম গাজীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে নিহত সুরুজ গাজীর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। পূর্বের সেই বিরোধের জের ধরেই রবিবার দিবাগত রাতে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

কিছু সময় পর শাহীন তার ছেলে ইমনসহ সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ সুরুজের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে সুরুজকে গুরুতর আহত করে।

বিজ্ঞাপন

এসময় সুরুজকে বাঁচাতে এগিয়ে এলে নয়ন গাজীকেও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত নয়ন গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।