‘মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১ মার্চ) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে বার্সিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশ, জাতি ও সমাজের সার্বিক উন্নয়নে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। তবে শিক্ষার গুণগত মানের উন্নয়ন হঠাৎ করে নিশ্চিত করা যাবে না, মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা এগিয়ে যেতে পারব ও শতভাগ শিক্ষার মান নিশ্চিত হবে।

তিনি বলেন, হালসা কলেজ আমার আবেগের জায়গা। আমার বাবা একসময় এই কলেজের সভাপতি ছিলেন। যার কারনে আমি আবেগের জায়গা থেকে এই কলেজের উন্নয়ন চায় লেখাপড়ায় ভালো ফলাফল দেখতে চাই। শিক্ষার মান বাড়িয়ে এ এলাকার উন্নয়নে এগিয়ে যাক সেই কামনা করি।

বিজ্ঞাপন

আগামীতে ভালো ফলাফল করে এই কলেজ এগিয়ে রাখতে শিক্ষার্থীদের পড়ালেখার উপর গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। ক্লাসের পাশাপাশি কোচিং করাসহ ভালো করাে পড়ালেখা করতে হবে।
এই কলেজে গত বছর পাশের হার ৩৫℅ছিলো আগামীতে যে এই শিক্ষার পাশের হার বাড়ে তবেই আমি তোমাদের প্রতি খুশি হবো।

শিক্ষকের নৈতিক দায়িত্ব সময়মতো ক্লাস নেওয়া উল্লেখ করে তিনি বলেন তিনি বলেন, শিক্ষকের দায়িত্ব শুধু চাকরি হিসেবে নয় আপনারা সময়মতো ক্লাস পরীক্ষা নেবেন। কারন, শিক্ষার গুণগতমান যদি ঠিক থাকে, তাহলে সেই শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষিত জনগোষ্ঠী নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে নিতে পারবে। তাই শিক্ষিত হয়ে এ সমাজ তথা দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে হবে।
এই কলেজের নানান সংকট রয়েছে শীঘ্রই সেগুলো আপনাদের সাথে নিয়ে সমাধান করে এই কলেজের শিক্ষার মান বাড়াতে কাজ করতে হবে।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এজন্য নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে এবং শিক্ষার্থীদের নিজেকে স্মার্ট করে গড়ে তোলার জন্য কম্পিউটার স্কিল বিতর্ক চর্চাসহ নানান প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে গড়ে তুলতেও পরামর্শ দেন তিনি।

হালসা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবদুল মজিদের সভাপতিত্বে এবং অধ্যাপক আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মিজানুর রহমান, বিদ্যূৎসাহী সদস্য হাফিজুর রহমান প্রমুখ।