ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দিলেন ছাত্রদল নেতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোর শহরে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। পরবর্তীতে অভিযুক্ত ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম শাহিন।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য এম শরিফুল ইসলাম শহরের জেল রোডে ল্যাবএইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্রদল নেতা শাওন ইসলাম। রাস্তায় যানজটের সৃষ্টি হলে তাঁকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন পুলিশ সদস্য শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় শাওন তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দুজনের তর্কাতর্কির একপর্যায়ে শাওন ঘুষি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেন। এ সময় পথচারীরা জড়ো হয় তাঁকে রক্ষা করেন।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ অফিস থেকে কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে শাওনকে আটক করেন এবং তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের তর্ক-বিতর্ক হয়েছে শুনেছি। নাক ফাটানোর বিষয়টি জানি না। তবে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজ করে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’