বান্দরবানে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি বসতঘর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালাঘাটা শৈলশোভা এলাকায় একটি বসতঘরে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা, মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় ৩টি বসতঘর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

বিজ্ঞাপন

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা এবং প্রায় ৩ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা ।

বিজ্ঞাপন