কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে এক কেজি দুইশ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিজিবি লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিকেল ৪টায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তল্লাশি করে ট্রেনের নিচে বিশেষভাবে রাখা মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি দুইশত গ্রাম কোকেন উদ্ধার করা হয়। জব্দ হওয়া কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পোড়াদহ রেলওয়ে স্টেশন (জিআরপি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন