২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবসের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা সদস্যের স্বরণে ২৫ ফেব্রুয়ারি সরকারি ছুটি ও রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উত্তর তেমুহনী প্রেসক্লাবের সামনে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)'র ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

পরে সংক্ষিপ্ত সভায় জেলা পিএনপির আহ্বায়ক আহসান উল্যা তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ।

আরও উপস্থিত ছিলেন, জেলা পিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিজ হোসেন, মো. ইউসুফ, সদস্য সচিব হারুনুর রশিদ রানা, সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান, নুরুল আমিন ও থানা পিনপিরর আহ্বায়ক জনি সাহা প্রমূখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরে বিডিআর বিদ্রোহের ৫৭ জন চৌকস সেনা অফিসারের হত্যার বিচার ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। যা ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। আমরা আগামী ২৯ কর্ম দিবসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই পরিকল্পিত হত্যা কাণ্ডের সঠিক তদন্ত রিপোর্ট জাতির সামনে উন্মোচন করে এবং বিচারকার্য সম্পূর্ণ করার দাবি জানাচ্ছি।