চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাজারে ভোজ্যতেল মজুদ, খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে চট্টগ্রামে ৪টি প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নগরীর আব্দুস সাত্তার রোড, রহমানগঞ্জ ও মমিন রোড এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে আব্দুস সাত্তার রোডের স্বপ্ন স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। মমিন রোডের মেসার্স ঝাল বিতান নামের প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ৩,০০০ টাকা এবং হক স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশ, রান্নায় শিল্প লবণের ব্যবহার ও ক্ষতিকর উপাদান মিশিয়ে খাদ্য প্রস্তুতের দায়ে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেল গুদামে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রির অপরাধে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করা ও খাদ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহার। এসব অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বিজ্ঞাপন

অভিযানে উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার ও ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।