‘২৪'র অভ্যুত্থানের পরও রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রামে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বীর চট্টলার ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন হয়, যেখানে নারীদের এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা না ঘটানোর দাবি তোলা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মুহতানা পিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা, সংগঠক নুসরাত তাবাসসুম, মেহজাবিন এবং সাধারণ শিক্ষার্থী সাদিক আরমান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ২৪ এর অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে তারা কোথাও নিরাপদ নন। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তারা দ্রুত ধর্ষণকারীসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতি পুনরায় প্রতিষ্ঠিত না হওয়ার জন্য নজর দেওয়ার আহ্বান জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ সংগঠনগুলো সংহতি প্রকাশ করে।

বিজ্ঞাপন

এছাড়া, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।