পুলিশের অনুরোধেও সড়ক ছাড়ছেন না আউটসোর্সিং কর্মীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাকরি স্থায়ীকরণের দাবিতে এক ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আউটসোর্সিং কর্মীরা। যার ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে আছে। পুলিশের বারবার অনুরোধ সত্ত্বেও সড়ক ছাড়ছেন না কেউ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদপ্তরসহ নানা প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা।

বিজ্ঞাপন

রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদেরকে কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা একশনে যেতে বাধ্য হব।

এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে জীবন দিব তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।

বিজ্ঞাপন