বান্দরবানে পাহাড় কাটায় ৫ লাখ টাকা জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ (২২) নামে এক যুবককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

জরিমানাপ্রাপ্ত ফয়সাল রাজশাহী জেলার পুঠিয়া এলাকার হাসমত আলীর ছেলে। লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

জানা যায়, লামার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটছিলেন ফয়সাল। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।