দুই দিনে ৮৩ ইসকনভক্তকে ফেরত পাঠাল বেনাপোল ইমিগ্রেশন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নয়জনকে এবং শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তারা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।

বিজ্ঞাপন

ভারতে যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফিরিয়ে দেওয়ায় তারা ভারতে ঢুকতে পারেনি।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেকজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন তারা এমন অনেকেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছেন। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোন বাঁধা নেই বলে জানান ওসি।

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এর পর ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উগ্রবাদী সংগঠনগুলো বাংলাদেশিদের ভিসা, চিকিৎসা সেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ দিচ্ছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজি রতন জানান, শনিবার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ১৬২ ট্রাক পণ্য রফতানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছে ৫ হাজার ৩৫৭ জন।