করোনায় মৃত্যুর প্রায় ৫০ শতাংশই ঢাকার বাসিন্দা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ হয়ে এ পর্যন্ত ১৬ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ৮ হাজার ১৭৯ জন। যা শতকরা হারে ৪৯.১৬ শতাংশ।

এছাড়া বিভাগওয়ারি মৃতের সংখ্যা চট্টগ্রামে ৩ হাজার ৩৭ জন, রাজশাহীতে ১ হাজার ২৭০ জন, খুলনায় ১ হাজার ৯০৯ জন, বরিশালে ৪৯১ জন, সিলেটে ৫৯০ জন, রংপুরে ৭৭০ জন এবং ময়মনসিংহে ৩৯৩ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে সর্বোচ্চ ২২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের বাসিন্দাই ৬৪ জন।

আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬২৭টি পরীক্ষাগারে ৪৪ হাজার ৬৭টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫১ লাখ ৩৭ হাজার ৩৮০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ লাখ ৭৭ হাজার ৮৫৮টি।